স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীর জলঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ জলঢাকা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সাব-রেজিষ্টার অফিস সংলগ্ন মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আমজাদ হোসেন সরকার ও হাবিবুর রহমান হাবিব পুনরায় সভাপতি সম্পাদক নির্বাচিত হয়। উপজেলা সভাপতি আমজাদ হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের নীলফামারী জেলা সাধারণ সম্পাদক মাওলানা আসাদুজ্জামান বিপ্লব।সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ মোহাম্মদ নুরুল হুদা, যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এ্যাড, হাসিবুল ইসলাম প্রমূখ।
সম্মেলনে আগামী দুই বছরের জন্য সর্বসম্মতি ক্রমে ২৭ সদস্যের উপজেলা কমিটি ঘোষনা করা হয়।