স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও করোনীয় সম্পর্কে উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে আজ মঙ্গলবার( ২৩ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে সভায় উপস্থিতি ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর,উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানবৃন্দ,থানা অফিসার ইনচার্জের প্রতিনিধি ও করোনা টিমের ইনচার্জ এস,আই ওসমান গণী,বনিক সমিতির সভাপতি সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় করোনা ভাইরাস প্রতিরোধে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আইনের কঠোর পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়।