স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীর জলঢাকায় গাছ থেকে পরে এক বৃদ্ধর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার গোলনা ইউনিয়নের ভাদুর দরগা নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। মৃত ওই বৃদ্ধর নাম আক্কাস আলী (৬৫)। সে গোলনা ইউনিয়নের দলবাড়ী গ্রামের মৃত তারামুদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, নিহত আক্কাস আলী গাছ কেটে জীবিকা নির্বাহ করে। ঘটনার দিন বুধবার দুপুর পাশ্ববর্তী আম গাছের ডাল কাটতে গাছের উপর উঠে। এসময় বৃষ্টিতে ভেজা গাছ থেকে পিছলে পরে যায় সে। পরে তাকে ডিমলা স্বাস্থ্য কমপ্লক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা স্বীকার করে গোলনা ইউপি চেয়ারম্যান কামরুল আলম কবির বলেন, আক্কাস আলী গাছের ডাল কাটতে গিয়ে মাটিতে পরে যায়। মৃত আক্কাস আলী গাছ কেটে জীবিকা নির্বাহ করত বলে জানান তিনি।