রাশেদুজ্জামান সুমন, জলঢাকাঃ
নীলফামারীর জলঢাকায় এলইডি ভলিবল টুর্নামেন্টে টেংগনমারী খেলোয়াড় কল্যাণ স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় ডিমলা টুনিরহাট ভলিবল একাদশকে ২-৩ সেটে পরাজিত করে তারা। বুধবার বিকালে উত্তর দেশীবাই উচ্চ বিদ্যালয় মাঠে উত্তর দেশীবাই যুব সমাজের উদ্যাগে কাঁঠালী ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিনের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও চেয়ারম্যান পদপ্রাথী আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক, জুয়েল শাহ, বজলুর রহমান বজু, হালিমুর রহমান ভানু প্রমূখ। খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলকে ২৪ ইঞ্চি এলইডি টিভি ও ১৭ ইঞ্চি এলইডি টিভি তুলে দেন প্রধান অতিথি ।