স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীর জলঢাকায় আন্ত- জেলা মটরসাইকেল চোর চক্রের সদস্য, মাদকসহ ১৩ মামলার আসামী ললিনসহ ৪ চোর ও বিভিন্ন মামলার ২ জন নিয়ে মোট ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে গ্রামপুলিশকে মারধর মামলার আসামী বাঁশদহ এলাকার অধীর চন্দ্রের ছেলে গোপাল চন্দ্র (২৮) রয়েছে। এছাড়াও নিয়মিত মামলার ওয়ারেন্টভূক্ত চারজন। এরা হলেন-পৌরসভার সতীঘাট এলাকার মৃত আছিমুদ্দিনের ছেলে আব্দুল হক (২৪), আব্দুল হকের ছেলে মতিউর রহমান (২৪), আব্দুর রহমানের ছেলে সাইদ মামুদ (২৩), আছিম উদ্দিনের ছেলে (২৫)। পুলিশ জানায়, শুক্রবার উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জুর মটরসাইকলটি চুরি হয় গেলে পুলিশ অভিযান চালিয় আন্তঃ জেলা মটর সাইকেল চুরি চক্রের মূল হোতা মোফাজ্জল হোসেন ডাকাতের ছেলে লেলিন (২৮) কে গ্রেফতার করে। জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেফতারকৃত লেলিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মটর সাইকেল চুরিসহ একাধিক মাদক মামলা রয়েছে। শনিবার দুপুর তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।